ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল-ছাত্রদলের মিছিলে ৩ নেতা গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে পৌরশহরের পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ গুলিবিদ্ধ হয়েছেন। তবে মিছিলে পুলিশের গুলি বর্ষণের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গবার বিকেলে পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি টি.এ রোডে আসামাত্র পুলিশ তাতে বাধা দিলে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি (শর্টগানের গুলি) চালায় বলে অভিযোগ করেন মিছিলকারীরা। এতে জেলা যুবদল ও ছাত্রদলের তিন নেতা গুলিবিদ্ধ হন। এছাড়া এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে জানান, পুলিশ কোনো গুলি করেনি। মিছিল করতে না পারায় এমন অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ দুইজনকে আটক করেছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।