পুলিশকে পিকআপ ভ্যান দিলো শ্রমিক ইউনিয়ন


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৫ জুন ২০১৫

আইন-শৃঙ্খলার কাজে সহায়তার অংশ হিসাবে পুলিশকে পিকআপ ভ্যান দিয়েছে লালদীঘির পাড় কার-মাইক্রো বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দপ্তরে অতিঃ পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমানের নিকট গাড়িটি হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে নিয়মিত আইন-শৃঙ্খলার কাজে সহায়তার অংশ হিসাবে উপহার স্বরুপ দেয়া হয় এ গাড়িটি। কোতোয়ালী থানা এলাকায় গাড়িটি ব্যবহার হবে বলে জানা যায়।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (সদর) ফারুক আহমেদ, লালদীঘির পাড় কার-মাইক্রো বাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবুল কালাম বকুল, সহ-সভাপতি সাহেব আলী, সম্পাদক মাহাম্মদ আলী,  সহ-সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. এজাহার মিয়া সেলিম, প্রচার সম্পাদক মো. হেলাল উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।