আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৬ অক্টোবর ২০১৭

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে সংঘর্ষ ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের ওপর হামলার ঘটনায় ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি কয়েকজেনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাৎক্ষণিক দোষীদের নাম প্রকাশ না করে সন্ধ্যায় নোটিশ বোর্ডে বহিষ্কৃত ছাত্রদের নাম টাঙানো হয়।

বহিষ্কৃতরা হলো- ৬ষ্ঠ ব্যাচের মো. ফরহাদুল ইসলাম, ৭ম ব্যাচের কৌশিক হোসেন, ৮ম ব্যাচের হোসাইন মো. আশরাফ ও ৮ম ব্যাচের সাইফুল ইসলাম জুয়েলকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েচে। এছাড়াও ছয় মাসের জন্য ৬ষ্ঠ ব্যাচের জাবেদ আহমেদ মুন্না, ৬ষ্ঠ ব্যাচের সাব্বির হোসেন ও ৮ম ব্যাচের কাওসারকে বহিষ্কার এবং তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

এছাড়া ৮ম ব্যাচের রায়হান, ৭ম ব্যাচের আসিফ আরাফাত, ৮ম ব্যাচের আল শাহরিয়ার হৃদয়. ৬ষ্ঠ ব্যাচের হামিম পাটোয়ারী ও ৬ষ্ঠ ব্যাচের সিদ্ধার্থ শংকর দাসকে বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. গৌতম বাপ্পা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে মেডিকেল কলেজের দুটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীরা হোস্টেল ত্যাগ করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করলে পুলিশের সঙ্গে কথাকাটিকাটি হয় শিক্ষার্থীদের। পরে মেডিকেল কলেজের শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

মিজানুর রহমান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।