বিএনপিকে ধ্বংসে খালেদাই যথেষ্ঠ : রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৭ অক্টোবর ২০১৭

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করেন। প্রধানমন্ত্রী তাকে গত নির্বাচনে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। বিএনপিকে ধ্বংসের জন্য খালেদা জিয়াই যথেষ্ঠ।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিন মন্ত্রী ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত রোটারি সেতুবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আগরতলা গেছেন।

মুজিবুল হক বলেন, বিএনপির কোনো জনপ্রিয়তা নেই। আগামী সংসদ নির্বাচনেও তারা ব্যর্থ হবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রেলের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশের কাজ শুরু হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।