ঘোড়াশালে শ্রমিককে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৬ জুন ২০১৫
প্রতীকী ছবি

নরসিংদীর ঘোড়াশালে সরদার ফোরকান (৫৫) নামে এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দাপাড়ার খিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফোরকান বাংলাদেশ জুট মিলের শ্রমিক এবং কান্দাপাড়া এলাকার জিন্নত আলী মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর সঙ্গে ফোরকানের বিরোদ্ধ চলে আসছিলো। আর এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ফোরকান তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় তাকে প্রতিপক্ষের লোকজন গুলি করে পালিয়ে যায়। এতে ফোরকার ঘটনাস্থলেই মারা যান।

পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন আগে একজনের পা কেটে নেয়ার অপরাধে ফোরকান ১৭ বছর জেলে ছিল। তার বিরুদ্ধে আর কি মামলা রয়েছে তা এখন বলা সম্ভব নয়। তবে ইফতারের তুচ্ছ একটি ঘটনা নিয়ে কয়েকদিন আগে নিহত কলেজ ছাত্র খায়রুলের ভাই কামরুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা বলা সম্ভব হবে।

সঞ্জিত সাহা/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।