ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবারসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৪ এএম, ৩১ অক্টোবর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ খোরশেদ আলম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ ওই এলাকার মৃত আশকর আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিমরাইলকান্দি এলাকায় চেকপোস্ট বসানো হয়। দু’জন যুবককে সন্দেহ হলে তাদের আটক করা হয়। এ সময় খোরশেদের দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।