ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৯ নভেম্বর ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বজলু মিয়া (৪৭) ও রফু মিয়া (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

রোববার দুপুরে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

বজলু মিয়ার বিরুদ্ধে চারটি ও রফু মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় পাঁচটি মামলা রয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হচ্ছে। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের স্বাগত জানাবে পুলিশ।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।