পাবনা থেকে অপহৃত কলেজ ছাত্র সিরাজগঞ্জে উদ্ধার : আটক ৪
পাবনা থেকে অপহরণ হওয়া এক কলেজ ছাত্রকে সিরাজগঞ্জের ডিবি পুলিশ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলাকালে পুলিশ ও অপহরণকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধসহ ৪ অপহরণকারীকে আটক করেছে।
আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর স্কুল পাড়ার বিশু সরকারের ছেলে অটোরিকশা চালক নজরুল ইসলাম (২৯), একই উপজেলার বাঙ্গালা ইউনিয়নের সিমলা গ্রামের ইসমাইল ফকিরের ছেলে ফরিদুল ইসলাম (৩৫), রহিমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রেজাউল (৩২) ও রামকান্তপুর নদীরপাড়ের আহম্মেদ আলী মণ্ডলের ছেলে শফিকুল মণ্ডল (৩৫)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২টি তাজা গুলি, ১টা চাকু, ৬টি হাতবোমা ও ১টি হ্যান্ডকাপ উদ্ধার করেছে।
অপহৃত কলেজ ছাত্র আসাদুল আলম (২২) পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও পাবনা অ্যাডওয়ার্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞানের ১ম বর্ষের ছাত্র।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জাগো নিউজকে জানান, শনিবার দুপুরে চাকরি দেয়ার কথা বলে আসাদুলকে অপহরণকারীরা মোবাইল ফোনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেকে আনেন। পরে অপহরণকারীরা তাকে একটি বাড়িতে আটকে রাখেন। রাতে সিএনজি চালিত অটোরিকশায় তাকে সিরাজগঞ্জের দিকে নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ডিবি পুলিশের একটি দল কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকা অবস্থান নেয়। এক পর্যায়ে অপহরণকারীরা এই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এসময় অপহরণকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। তখন একজন অপহরণকারী পালিয়ে গেলেও পুলিশ অপহৃত কলেজ ছাত্র আসাদুল আলমকে উদ্ধার এবং ৪ অপহরণকারীকে আটক করে।
একই সঙ্গে অপহরণকারীদের সঙ্গে থাকা অস্ত্র, বোমাসহ অন্যান্য মালামাল উদ্ধার করে। আটকদের মধ্যে রেজাউল পুলিশের গুলিতে আহত হন। তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তিন অপহরণকারীকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ১৫/২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে।
উদ্ধার হওয়া কলেজ ছাত্র আসাদুল জাগো নিউজকে জানান, বিদেশে লোক পাঠানোর বিষয়ে চাকরি প্রার্থীদের ট্রেনিং করানোর কথা বলে অপহরণকারীরা তাকে মোবাইলে উল্লাপাড়ায় আসতে বলেছিলেন। সে মোতাবেক শনিবার দুপুরে বাসযোগে তিনি উল্লাাপাড়ায় আসেন। সেখান থেকেই তাকে অপহরণ করা হয়।
বাদল ভৌমিক/এমজেড/এমএস