পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

পাবনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে পাবনা-ঈশ্বরদী সড়কের শহরের নূরপুর ডাকবাংলার সামনের এ দুর্ঘটনা ঘটে। নিহত এক যাত্রীর নাম বদিউজ্জামান (৪৫)। তার বাড়ি পাবনার সুজানগর উপজেলার হেমরাজপুর গ্রামে। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেলে পাবনা পৌর এলাকার নূরপুর নামক স্থানে সিমেন্টবোঝাই একটি ট্রাক ঈশ্বরদী থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে এক নারী যাত্রী মৃত্যুবরণ করেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।