বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৫ যাত্রীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৭

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৫ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন জয়পুরহাট, সান্তাহার জংশন, নাটোর, ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ অভিযান চালানো হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতাধীন চারটি স্টেশনের ওপর দিয়ে যাওয়া চিলাহাটি হতে ছেড়ে আসা রাজশাহীগামী দুটি ট্রেন, তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ও দিনাজপুর হতে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়। অভিযানে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১১৫ জন যাত্রীর কাছ থেকে ২৭ হাজার ৪০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ সময় পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মুজিবর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুস সোবাহান, টিকিট পরিদর্শক আব্দুল আলিম মিঠু, আকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।