শ্রমিকের হাত-পা ভাঙলেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৭

বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার বিরোধিতা করায় আশিনুর রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের হাত-পা ভেঙে দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও তার লোকজন।

আশিনুর পৌর এলাকার চরধুনট গ্রামের কাউন্সিলর ফরিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরের আওয়ামী লীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর আওয়ামী লীগের সদস্য চরধুনট গ্রামের কেতু মণ্ডলের ভাতিজা আল আমিন (২১) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ইছামতি নদীর সেতুর ওপর থেকে আল আমিনকে আটক করে পুলিশ। কিন্তু কোনো প্রকার মাদক দ্রব্য না পাওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ আল আমিনকে ছেড়ে দেয়।

এদিকে, থানা পুলিশকে মাদক দ্রব্য বিক্রির তথ্য প্রদানের সন্দেহে আশিনুরের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে আওয়ামী লীগ নেতা কেতু মন্ডল ও তার ভাতিজা আল-আমিন।

একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে আশিনুরকে কৌশলে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকায় ডেকে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে কেতু মন্ডল ও তার ভাতিজা।

এ সময় স্থানীয় লোকজন আশিনুরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই আশিনুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আশিনুরের বাবা পৌর কাউন্সিলর ফরিদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা কেতু মন্ডল ও তার ভাজিতা আল আমিনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কেতু মণ্ডল বলেন, পূর্ব বিরোধের জের ধরে আমার ভাতিজা ও আশিনুরের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। তারপরও আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, প্রতিপক্ষের লোকজন ছেলেকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ায় পৌর কাউন্সিলর ফরিদুল ইসলাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।