কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৭ জুলাই ২০১৫

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুমিল্লা -চাঁদপুর সড়কের পদুয়ার বাজারের অদূরে চানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের নাম-পরিচয় জানা যায় নি।

হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুর রহমান ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, কুমিল্লা থেকে নোয়াখালীগামী উপকূল এবং কুমিল্লামুখী ঔষধ পরিবহনের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ২০ জন আহত হয়। মারাত্মক আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ২ জন মারা যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তব্যরত ডাক্তার ও পুলিশ জানিয়েছে।   

মো. কামাল উদ্দিন/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।