ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার রাত সোয়া ৯টায় পর্যন্ত মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুরের পাকুল্যা পর্যন্ত যানজট বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দুইদিন বন্ধ ছুটি থাকার পর কর্মস্থলমুখী হয়েছে মানুষ। এ কারণে শনিবার বিকেলের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকে থেমে থেমে যান চলাচল করলেও রাত ৮টার পর থেকে যানজট আরও বাড়তে থাকে। যানজট নিরসনে মির্জাপুর থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ কাজ করছে।

মহাসড়কে চার লেন উন্নিতকরণ কাজ চলায় যানজট তীব্র হচ্ছে। এতে কর্মস্থলমুখী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি দুর্ভোগে পরেছেন শিশু ও নারী যাত্রীরা।

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রবিন, রুবেল ও মামুন জানান, তারা মির্জাপুর থেকে দুইজন করে যাত্রী নিয়ে চন্দ্রা এলাকায় পৌঁছে দিয়েছেন। এরমধ্যে নারী ও শিশু যাত্রীও রয়েছে বলে জানান।

যানজটের কারণে কর্মস্থলমুখী মানুষদের ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে যেতে দেখা গেছে। মহাসড়কে যান চলাচল কখন স্বাভাবিক হয় তা নিশ্চিত নয় বলে ট্রাফিক পুলিশের টিআই মো. সেলিশ হোসেন জানান।

জেএইচ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।