মির্জাপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রেতা, জুয়াড়ি ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের তমছের আলীর ছেলে মোতালেব হোসেন (৬০), মজনু মিয়ার ছেলে ছবুর মিয়া (২০), সদরের পুষ্টকামুরী পূর্বপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন, নোয়াব আলীর মেয়ে শিউলি বেগম (২৫), গোড়াই ইউনিয়নের গোড়াই গ্রামের রাজু মিয়ার ছেলে রবিন মিয়া (২৫) ও হৃদয় মিয়া (২৮), রাজু আহমেদের ছেলে সজিব হোসেন (২৪) ও সাগর (২৮), জুলহাসের ছেলে রাজিব হোসেন (২৩), আব্দুর রউফ মিয়ার ছেলে লুৎফর রহমান, ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জুয়েল মিয়া (৩২), মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের সাজনের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৯), বিল মহেড়া গ্রামের সাকিমের ছেলে সুরুজ মিয়া (২৭), ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামের সাদেক আলীর ছেলে সুলতান (৪২), সুকুম উদ্দিনের ছেলে সাত্তার (২৯), জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের আক্তার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৭) ও টাঙ্গাইলের করটিয়া এলাকার মিনহাজের ছেলে শাহিন মিয়া (২৬)।

মির্জাপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল দত্ত জানান, গ্রেফতারদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এস এম এরশাদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।