সীমানা পিলার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলের নাগরপুরে সীমানা পিলার চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে মজনু মিয়া (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার সুদামপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। দুপুরে পুলিশ সুদামপাড়া চকের সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত মজনু মিয়া পার্শ্ববর্তী বাঘের বাড়ি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় জনতা ওই রাতেই ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আটকরা হলেন, দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের মৃত আব্দুল ভূঁইয়ার ছেলে জামাল ভূঁইয়া (৭২), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহাল মিয়া (৫১)। নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘের বাড়ি গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া, জামাল ভূঁইয়া ও শাহাল মিয়াসহ ৭/৮ জনের একটি দল সোমবার রাতে উপজেলার সুদামপাড়া গ্রামে সীমানা পিলার চুরি করতে যায়। ওই গ্রামের কবর স্থানের পূর্বপাশের চকে অবস্থিত সীমানা পিলারটি মাটি খুরে তুলতে থাকে। এ সময় এলাকাবাসী টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে।

এলাকাবাসীর ধাওয়ায় সবাই পালাতে সক্ষম হলেও জামাল ভূঁইয়া, শাহাল মিয়া জনতার হাতে আটক হয়। ওই রাতেই আটক দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। সকালে সুদামপাড়া গ্রামের মোনায়েম খানের সরিষা ক্ষেতে মজনু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

আরিফ উর রহমান টগর/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।