ছেলেকে ট্রেনে তুলে দিয়েই বাবার আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৮ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছেলের সঙ্গে ঝগড়া করে মুনজিল তালুকদার (৫০) নামের এক বৃদ্ধ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুরের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়া আরএস রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনজিল তালুকদার উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী মহল্লার মৃত হারান তালুকদারের ছেলে।

মুনজিলের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মনজিলের বড় ছেলের সঙ্গে ঝগড়া হয়। দুপুরের দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ছেলেকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসে তুলে দেবার পর স্টেশনের পাশে ওই ট্রেনের নিচেই ঝাঁপ দেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

উল্লাপাড়া স্টেশন মাস্টার শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।