নাশকতা মামলায় বিএনপির দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

নাশকতা, বিস্ফোরক দ্রব্য ও সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস ও জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি নাজমুল ইসলাম তালুকদার রানা।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক দ্রব্য ও সরকারি কাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নাজমুল ইসলাম তালুকদার রানা ২টি ও অমর কৃষ্ণ দাস ৬টি মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।