ঈশ্বরদীতে ১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৮ জানুয়ারি ২০১৮

পাবনার ঈশ্বরদী উপজেলায় তালিকাভুক্ত ১৫ জন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। স্বাভাবিক জীবনে ফিরতে পুলিশের কাছে তাদের এই আত্মসমর্পণ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলায় দাশুড়িয়া মোড়ে ‘মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পথসমাবেশে’ তারা আত্মসমর্পণ করেন। তবে সামাজিক বিবেচনায় তাদের নাম প্রকাশ করছেনা প্রশাসন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী সার্কেল ও থানা-পুলিশের পক্ষ থেকে দাশুড়িয়া মোড়ে সন্ধ্যার পর আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক। তিনি মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এ আহ্বানে সাড়া দিয়ে ১৫ মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে যেতে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, স্বেচ্ছায় আত্মসমর্পণকারী ১৫ জনের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। মামলায় তারা জামিনে আছেন। তবে মামলা চলবে। তাদের প্রত্যেকের জন্য আজ থেকে ইন্টারনেটে পৃথক ডেটাবেইস তৈরি করে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখন থেকে তারা নিয়মিত থানায় এসে ভালো কাজের অগ্রগতি জানাবেন। কারও বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতার করা হবে।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।