প্রবাসীর গাড়িতে ডাকাতি : ৪ পুলিশ রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

নরসিংদীতে প্রবাসীর গাড়িতে স্বর্ণ ও নগদ টাকা ডাকাতির অভিযোগে গ্রেফতার রায়পুরা থানার দুই উপ-পরিদর্শককের বিরুদ্ধে (দারোগা) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেফতার দুই কনস্টেবল ও দুই সন্ত্রাসীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন আক্তার এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরার মালয়েশিয়া প্রবাসী মো. সোহেল মিয়া ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় এয়ারপোর্ট থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার এ.ই সিএনজি পাম্পে গ্যাস নেয়ার জন্য চালক গাড়ি থামায়। এসময় অপর একটি প্রাইভেটকার যোগে আসা রায়পুরা থানার উপপরিদর্শক সাখাওয়াত ও আজহার আলীসহ সঙ্গীয় ফোর্স ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের আটক করে নিয়ে যায়।পরে পুরানপাড়া ব্রিজ এলাকায় নিয়ে প্রবাসী সোহেলের কাছে থাকা দুইটি স্বর্ণের বার, মোবাইল সেট ও নগদ টাকা লুট করে।

এ ঘটনায় প্রবাসী সোহেলের আত্মীয় মো. শাহজাহান সদর মডেল থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ওসি সাইদুর রহমান, উপপরিদর্শক আব্দুল গাফ্ফার ও রুপম সরকার তদন্তে নামেন। পরে তারা সিএনজি স্টেশনের সিসিটিভির ফুটেজে ডাকাতির সত্যতা পান।

এ ঘটনায় তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন আক্তারের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকতা এসআই রুপম সরকার অধিকতর তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানান। বিচারক রায়পুরা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন, উপপরিদর্শক আজহারুল ইসলাম ও গাড়ি চালক নুরুজ্জামান মোল্লাকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে দুই কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলাম এবং সন্ত্রাসী সাদেক মিয়া ও নূর মোহাম্মদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সঞ্জিত সাহা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।