গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়কে শুক্রবার সকালে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান, সকাল সোয়া ৭টার দিকে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর ভোগড়া বাইপাস সড়কে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীতগামী দ্রুতগতির আজমেরি গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার অন্তত ১০ জন যাত্রী আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে চার জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে (পুরুষ) মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।