দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত


প্রকাশিত: ০৬:৪০ এএম, ২১ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

দিনাজপুর শহরের ৮ নং উপশহরের রেল ক্রসিং এ ট্রেনে কাটা পড়ে মো. বাদশা  (৫০) নামে এক চা দোকানদার নিহত হয়েছেন।  মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া জানান, উপ-শহরের রেল ক্রসিংএ ট্রেনে কাটা পড়ে মো. বাদশা নামে একজন নিহত হয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তার একটি চায়ের দোকান রয়েছে। তবে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি তদন্ত করা ছাড়া বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিনাজপুর জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বাদশা নিহত হয়েছেন।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।