চাকরি দিতে ব্যর্থ, আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
ছবি-ফাইল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় সেলিম রেজা নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্য জানান।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কয়ড়া সড়াতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক সেলিম ওই গ্রামের আব্দুস ছামাদের ছেলে এবং কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।

উল্লাপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম জানান, কয়ড়া সড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশপ্রহরির পদে চাকরি দেয়ার নাম করে একই গ্রামের নুর ইসলাম নামে এক যুবকের কাছ থেকে ৩ লাখ ২০ হাজার নেন সেলিম। কিন্তু তিনি চাকরি দিতে ব্যর্থ হন। এ কারণে গত সপ্তাহে নুর ইসলাম বাদী হয়ে সেলিমের বিরদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।