ফরিদপুরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ফরিদপুরে বিএনপির মিছিলে বাধা দিয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার দুপুরে শহরের সুপার মার্কেটের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

আহত সাংবাদিকরা হলেন- কালেরকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর ও নয়াদিগন্তের হারুন আনসারী রুদ্র। সমাবেশ স্থল থেকে জেলা স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ বেশকয়েকজনকে আটক করেছে পুলিশ।

foridpur1

মিছিলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পুলিশের লাঠিপেটায় সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে গেলে তিনি একটি দোকানে অবস্থান নেন।

পরে শ্যামা ওবায়েদ সাংবাদিকদের বলেন, আমরা ফরিদপুরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে পুলিশ হঠাৎ করে আমাদের ওপর লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আমি এর নিন্দা জানাই।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বিএনপির মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

এসএম তরুণ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।