কিশোরগঞ্জে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ব্যবসায়ী হারিছ হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মোহা. আবু তাহের মঙ্গলবার এ রায় দেন। রায়ে এক আসামিকে খালাস দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- আবু সিদ্দিক, আবু বাক্কার, মতি মিয়া, ওয়াহাব, আউয়াল, মহররম, ইসমাইল, মোস্তফা ও রুস্তম আলী। তাদের মধ্যে আবু সিদ্দিক ও রুস্তম আলী পলাতক আছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের মাতোয়ারকান্দা এলাকার বাসিন্দা মাংস ব্যবসায়ী হারিছ মিয়াকে কুপিয়ে আহত করে আসামিরা। পরদিন বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারিছ মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাতিজা একই গ্রামের শহীদুল্লাহ বাদী হয়ে ১৩ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০০০ সালের ৩ সেপ্টেম্বর সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার ২১ বছর পর রায় ঘোষণা করেন বিচারক। রাষ্ট্রপক্ষে এপিপি দিলীপ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাডভোকেট মো. ইদ্রিস মিয়া মামলা পরিচালনা করেন।
নূর মোহাম্মদ/এএম/পিআর