বইমেলায় পর্নোতারকা মিয়া খলিফার নামে স্টল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলের বইমেলায় পর্নোতারকা মিয়া খলিফার নামে স্টল বসিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

পর্নোতারকা নামে স্টল বসানোর বিষয়টি নিয়ে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। স্টলের নামকরণে একুশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

এদিকে, পর্নোতারকা জনি সিন্সের নাম ব্যবহার করায় বইমেলার স্টলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে কালিহাতী উপজেলা সাধারণ পাঠাগার কমিটি। সহযোগিতায় রয়েছে উপজেলা পরিষদ ও প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বইমেলার উদযাপন কমিটির আহ্বায়ক শাহীনা আক্তারের সভাপতিত্বে মেলার উদ্বোধন করা হয়।

মেলার ৩৯ নম্বর স্টলে ‘জনি সিন্স মিয়া খলিফা’ নামে একটি ব্যানার টাঙানো হয়। অনলাইনে দেখা যায়, জনি সিন্স একজন পর্ন তারকার নাম। স্টলের নামকরণের ব্যানারটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলে। কিভাবে একজন পর্ন তারকার নামে স্টলের ব্যানার টাঙানো হলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব বলেন, একুশ আমাদের চেতনা। একুশের ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি। সেই একুশের বইমেলায় একজন পর্ন তারকার নামে স্টলে ব্যানার টাঙানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটা মেনে নেয়া যায় না।

জানতে চাইলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একুশে বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক শাহীনা আক্তার বলেন, রোকন নামে একজন স্টল বরাদ্দ নিয়ে কিভাবে জনি সিন্স পর্ন তারকার নামে স্টলে ব্যানার টাঙানো হয়েছে সেটা স্টল বরাদ্দ উপ-কমিটির কাছে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার স্টলের তিন মালিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।