ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মৌড়াইলস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাকি দুজন হলেন, জেলা বিএনপির কর্মী জহিরুল হক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে একাধিক মামলার আসামি হাফিজুর রহমান মোল্লার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকেসহ বাড়িতে থাকা বিএনপি-ছাত্রদলের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।