কিশোরগঞ্জে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

কিশোরগঞ্জে আন্তঃজেলা অটোরিকশা ছিনতাই ও চুরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ শনিবার গভীর রাতে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও করিমগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মো. পল্টু মিয়ার ছেলে মো. রতন (২৮), একই উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মাইনুল মিয়া (৩০), পূর্ব সিংগুয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জয়নাল মিয়া (৪০), চাপাড়া গ্রামের মৃদ সামসুদ্দিনের ছেলে খালেক মিয়া (৫৫), নয়াকান্দি গ্রামের মৃত আ. আশিদের ছেলে তাজুল ইসলাম (২৩) ও একই গ্রামের পল্টু মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩৬)।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, গত ১৬ ফেব্রুয়ারি শহরের একরামপুর থেকে লতিবপুর গ্রামের নয়ন মিয়ার অটোরিকশা চুরি হয়।

এ ঘটনায় শনিবার রাতে শহরের গৌরাঙ্গবাজার এলাকা থেকে রতন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গভীর রাতে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ অভিযানে নামে।

এ সময় নেত্রকোনা জেলা সদরে অবস্থিত মাইশ অটোপার্টস থেকে মাইনুল ও আমেনা অটোপার্টস দোকান থেকে জয়নালকে গ্রেফতার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ৩টি চোরাই অটোরিকশা। ভোরে করিমগঞ্জ থেকে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

নূর মোহাম্মদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।