কমন ইল্যান্ড পরিবারে নতুন অতিথি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০১ মার্চ ২০১৮

বঙ্গবন্ধু সাফারি পার্কের আফ্রিকান তৃণভোজী প্রাণি ‘কমন ইল্যান্ডের’ পরিবারে এসেছে নতুন অতিথি। এতে যেমন খুশি এই প্রাণি পরিবার তেমনি খুশি বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষ। সাধারণ দর্শনার্থীদের চক্ষুর আড়ালে এখন বেড়ে উঠছে এই আফ্রিকান প্রাণির বাচ্চা।

দেখতে গরুর মতো, কিন্তু আসলে গরু নয়। ‘কমন ইল্যান্ড’ আফ্রিকান তৃণভোজী প্রাণি। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি মাদী ও একটি পুরুষ কমন ইল্যান্ড আনা হয়।

অবশেষে প্রথম বারের মতো সাফারি পার্কে বাচ্চা প্রসব করলো কমন ইল্যান্ড দম্পতি। গত সোমবার সকালে কোর সাফারি পার্কের আফ্রিকান অ্যাভিয়ারিতে বাচ্চা প্রসব করে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের বণ্যপ্রাণি পরিদর্শক সারোয়ার হোসেন খান জানান, জন্মের পর মা-বাচ্চা উভয়ই সুস্থ রয়েছে। জন্মের পরপরই বাচ্চাটি উঠে দাঁড়ায়, সে স্বাভাবিকভাবে তার মায়ের দুধ পান করছে এবং বেষ্টনীর ভেতর দৌড়াদৌড়ি করে মাতিয়ে রাখছে। কমন ইল্যান্ড এন্টিলুপ প্রজাতির আফ্রিকান প্রাণি। এটি মূলত তৃণভোজী হলেও ঘাসের পাশাপাশি মাঝেমধ্যে গাছের লতাপাতা, বাকল ইত্যাদি খেয়ে থাকে।

কমন ইল্যান্ড বর্ষাকাল শেষ হলেই গর্ভধারণ করে। যার ব্যাপ্তি ৮ থেকে ৯ মাস পর্যন্ত। এটি দেখতে অনেকটা গরুর মতো, এর শিং রয়েছে যদিও শিংয়ের কোনো পরিবর্তন হয় না। বর্তমানে এ প্রাণির দেখা মেলে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে। তবে এদের বিশেষ চরিত্র হচ্ছে বাচ্চা জন্মের পর এরা লুকোচুরি করে। ৬-৭ দিন বাচ্চাকে লুকিয়ে রাখে। যদিও এরা শান্তশিষ্ট প্রাণি।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. নিজাম উদ্দিন চৌধুরী জানান, বাচ্চাটি জন্মের পর মায়ের খাদ্যে পরিবর্তন আনা হয়েছে। বাচ্চা এবং তার মায়ের পুষ্টিগুণের কথা বিবেচনা করে, স্বাভাবিক খাবারের পাশাপাশি বিকল্প খাবারও দেয়া হচ্ছে। স্বাভাবিকভাবে একটি কমন ইল্যান্ড ৩০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এর উচ্চতা ১০০ থেকে ১৩০ ইঞ্চি পর্যন্ত হয়। এরা বেঁচে থাকে ২৫ থেকে ৩০ বছর।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, আফ্রিকান পরিবেশে অভ্যস্ত এসব প্রাণি দেশে আনার পর এরা অনুকূল পরিবেশে মানিয়ে নিয়েছে। বর্তমানে আফ্রিকান এ প্রাণি বাচ্চা জন্ম দেয়ায় পার্কে এর সংখ্যা দাঁড়ালো তিনটিতে। ভবিষ্যতে আরও বাচ্চা আসবে।

আমিনুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।