সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা
সুবিধাবঞ্চিত শিশুদের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডশিপ স্কুল’ টাঙ্গাইল অঞ্চলের ৪টি শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত ডিআইজি মো.মাহবুব আলম।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান তরুন ইউসুফ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ অন্যান্য সুধীজন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা মো. জুয়েল আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রাশেদ খান মেনন (রাসেল)। অতিথিগণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের ৪টি শাখায় প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র শিশু বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
এএম/আরআইপি