ট্রেনে কাটা পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১০ মার্চ ২০১৮

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ফারিয়া তাসনিম (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বিলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারিয়া গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তিনি গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোফাচ্ছল হকের মেয়ে।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক এসএম রকিবুল হক জানান, দুপুর ১টার দিকে স্থানীয় শিমুলতলী ও জয়দুবপুর লেভেলক্রসিংয়ের মাঝামাঝি বিলাশপুর এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন ফারিহা। এ সময় দ্রুত গতিতে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি তার কাছে চলে আসলেও তিনি রেলপথ থেকে সরেননি। এতে সেখানে কাটা পড়ে নিহত হন ফারিহা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।