ফরিদপুরে ধসে পড়লো স্কুলের পরিত্যক্ত ভবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:০১ পিএম, ১০ মার্চ ২০১৮

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কমিউনিটি ভবন ধসে পড়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থীদের ফরিদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে নির্মিত হলেও কমিউনিটি ভবনটি ১৯৬৬ সালে নির্মিত। পরিত্যক্ত ভবনটি বিদ্যালয়ের কাজে ব্যবহার না করা হলেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত উন্মুক্ত ভবনটির ভেতরে গিয়ে আড্ডা দেয় এবং খেলাধুলা করে। শনিবার দুপুর ১টার দিকে হুট করেই ভবনটিতে ধস নামে।

দুর্ঘটনার পর পরই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, সদরপুর উপজেলার নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানা ইনচার্জ হারুন অর রশীদও ফায়ার সার্ভিসের উদ্ধাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন বলেন, ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো শাহিনুল ইসলাম খান বলেন, এটা অনেক পুরাতন কমিউনিটি ভবন ছিল। যেটাতে কোন ক্লাস নেয়া হত না। ভবনটি আজ হঠাৎ করেই ভেঙে পড়ে। এতে স্কুলের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এস.এম. তরুন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।