হোটেলের কক্ষে অর্ধগলিত বিবস্ত্র মরদেহ
গাজীপুরের টঙ্গীর রেলস্টেশন এলাকায় ভাই ভাই আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, ওই হোটেল থেকে থানায় খবর দেয়া হয় হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই হোটেলের ৩য় তলায় তালাবন্ধ একটি কক্ষ থেকে শুক্রবার রাত ১২টার দিকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, অর্ধগলিত মরদেহটি বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই হোটেলে তালাবন্ধ করে রাখে। মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় তার বয়সও বোঝা যাচ্ছে না। এ ঘটনার পর ওই হোটেলের সবাই পলাতক রয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস