মাদরাসাছাত্রীর পায়ের রগ কর্তন, বিচার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৮ মার্চ ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মাদরাসাছাত্রী রায়হানা আক্তারের দুই পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় জড়িত তার সাবেক স্বামীসহ সব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার দুপুর সাড়ে ১২টায় সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর দ্বিতীয় গেটে এ কর্মসূচিত পালিত হয়। এতে রায়হানার এলাকাবাসী ছাড়াও তার শাহ্বাজপুর হাবলীপাড়া মহিলা মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

গত ১৩ মার্চ রায়হানা আক্তারকে তার সাবেক স্বামী সরাইল উজেলার শাহ্বাজপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে কামরুল মিয়া ছুরিকাঘাত করে তার দুই পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় রায়হানার মা হাজেরা খাতুন ওইদিন রাতেই সরাইল থানায় কামরুলসহ তিনজনকে আসামি করে মামলা করেন।

মানববন্ধন চলাকালে কয়েকশ নারী-পুরুষ ও রায়হানার মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মামলার মূল আসামি কামরুলের ফাঁসি চেয়ে স্লোগান দেন।

Pic-B.-2

হাবলীপাড়া মহিলা মাদরাসার অধ্যক্ষ শফিউল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- রায়হানার বাবা মো. ইসমাইল মিয়া, দাদা শওকত আলী ও মাওলানা আবদুর রহমান কাসেমী প্রমুখ।

বক্তারা এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, মাদকাসক্ত কামরুলের হামলার শিকার রায়হানা এখন ঢাকায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মামলার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনো পুলিশ কাউকে গ্রেফতার না করাটা রহস্যজনক। যদি দ্রুত সময়ের মধ্যে কামরুলসহ বাকি আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে সবাইকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বলেন, মামলার তদন্ত কাজে অগ্রগতি আছে। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।