টাঙ্গাইলে ১৪টি অটোরিকশা শোরুম সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২২ মার্চ ২০১৮

টাঙ্গাইল শহরের ময়মনসিংহ রোডের বৈধ লাইসেন্স না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ১৪টি শোরুম সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান, শাহরিয়ার রহমান ও নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এই অভিযান চলানো হয়।

শোরুমগুলো হলো- রেইস এন্টার প্রাইজ, আল-আমিন এন্টার প্রাইজ, সমতা অটোমোবাইলস্, মেসার্স মা মটরস্, মায়ের দোয়া অটোরিকশা, ওয়াসফিয়া অটো, মুক্তা এন্টার প্রাইজ, নিউ মায়ের দোয়া, মেট্রো এন্টার প্রাইজ, মনির অটো, টাঙ্গাইল অটো পার্টস ও ব্যাটারি হাউজ, মাছুম অটো সেন্টার, আবির এন্টার প্রাইজ ও মা বাবার দোয়া অটো সার্ভিস।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, অটোরিকশা বিক্রির বৈধ লাইসেন্স না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশার শোরুমগুলো সিলগালা করা হয়েছে। শোরুম বন্ধ করতে ১০দিন পূর্বে তাদেরকে সতর্ক করা হয় বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।