ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৪ মার্চ ২০১৮

বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ায় ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুর ১টার দিকে সুগন্ধা নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে তিনি প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহ আলম মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

jhalakati

নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ঝালকাঠি জেলা প্রশাসন। ২য় স্থান অধিকার করে ঝালকাঠি পৌরসভা, ৩য় স্থান অধিকার করে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা, ৪র্থ স্থান অধিকার করে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পৌর মিনিপার্কে সহস্রাধিক উৎসুক জনতা ভিড় জমায়। এছাড়াও নদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

মো. আতিকুর রহমান/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।