ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে জেলা শহরের রেলগেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ২নং শহর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পরিষদ মার্কেটের পেছন থেকে জহিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম