ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে এইচএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৮ মার্চ ২০১৮

টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে ফরহাদ হোসেন উজ্জ্বল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন উজ্জ্বল পৌরশহরের সূতী দিঘুলীপাড়ার বদিউজ্জামানের ছেলে ও গোপালপুর কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, অনেকদিন ধরে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে একদল বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রতিকারে বুধবার সকাল ১০টায় ছাত্রীরা ওই ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার সময় বখাটেরা পুনরায় উত্ত্যক্ত করলে পুলিশ হাতেনাতে উজ্জ্বলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক-শিক্ষার্থীর সামনে বখাটে উজ্জ্বলকে এ সাজা দেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।