গাজীপুরে আ.লীগের ভরাডুবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১২ এএম, ৩০ মার্চ ২০১৮

গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটিতে বিএনপি এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

মির্জাপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. ফজলুল হক মুসুল্লী (৫৩১১), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত মোশারফ হোসেন দুলাল (৫৩০২)।

ভাওয়ালগড় ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু বকর ছিদ্দিক (১৪১০০), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন সরকার (১৩৯৩৫)।

এছাড়া পিরুজালী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ সরকার মনজু (৬৩৩৫), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মাসুদুল কবীর মোনায়েম (৩১৬৯)।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আছলাম এ ফলাফল ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।