কালিয়াকৈরে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০২ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি। তবে নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুর বয়স ৪ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজন সম্পর্কে মা-ছেলে।

সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা এবং স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী ও শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।