চ্যালেঞ্জ মোকাবেলা করি, গড়ে তুলি নারী আন্দোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৪ এপ্রিল ২০১৮

‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করি, শক্তিশালী নারী সংগঠন ও নারী আন্দোলন গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আমাদের বাজার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

Thakurgaon-Mohilaporisod1

র‌্যালিতে অংশগ্রহণ করেন- বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি আইরিন পারভিন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিকা মল্লিক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহনাজ বেগম পারুল, লিগ্যালএইড সম্পাদক শামিমা সুলতানা, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক রোমা ঘোষ ও হরিপুর উপজেলা মহিলা পরিষদের শাখা আহ্বায়ক সাবিনা ইয়াসমিন রিকা প্রমুখ।

রবিউল এহসান রিপন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।