বগুড়ায় ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে ব্রিজ ভেঙে যাওয়ায় জেলার সঙ্গে চারটি উপজেলার যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া ব্রিজ ভেঙে এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ার পর থেকে বগুড়ার সঙ্গে শেরপুর, ধুনট উপজেলার সোনাহাটা, মথুরাপুর, জোড়শিমুল, গোসাইবাড়ী, ঢেকুরিয়া ও কাজীপুর এবং রায়গঞ্জ উপজেলায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে করে এসব এলাকার যাত্রী সাধারণের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের ওই খালের ওপর সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অর্থায়নে ৬২ মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়। সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই ভারি যানবহন চলাচলা করায় ট্রানজাম ও স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হয়ে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এরপরও সেতুর ওপর দিয়ে ভারি যান চলাচল থেমে থাকেনি। একাধিকবার পাটাতন ভেঙে পড়ায় সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর সওজ’র সংশ্লিষ্টরা জোড়াতালি দিয়ে সেতুটি মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়। এবার সেই সেতু ভেঙে খাদে পড়ে গেলো একটি পাথরবোঝাই ট্রাক।

বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে একটি দল পাঠানো হয়েছে। ট্রাক উদ্ধার করে পুরো সেতু সরিয়ে নেয়া হবে। পাশাপাশি সেখানে নতুনভাবে আরেকটি সেতু প্রতিস্থাপন করা হবে। এতে প্রায় সপ্তাহখানেক সময় লাগবে। এ সময়টুকু জনসাধারণকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানান সওজের এই কর্মকর্তা।

লিমন বাসার/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।