জনসংহতি সমিতির হাটবাজার বর্জন কর্মসূচি বয়কটের আহ্বান


প্রকাশিত: ১১:৫২ এএম, ২৭ জুলাই ২০১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে বুধবার জনসংহতি সমিতির ডাকা জেলাব্যাপি সকাল-সন্ধ্যা হাটবাজার বর্জন কর্মসূচির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কর্মসূচি বয়কট করার জন্য পার্বত্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় দুই বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সোমবার সংগঠনের এক প্রেস বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যখন পার্বত্য চট্টগ্রামে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল ও শান্ত পরিবেশ বিরাজ করছে এবং সরকার পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছে ঠিক সেই সময়ে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং অশান্ত করার হীন চক্রান্তে জনসংহতি সমিতি বুধবার রাঙামাটি পার্বত্য জেলায় হাটবাজার বর্জন কর্মসূচি দিয়ে সরকার ও পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

বিবৃতিতে জনসংহতি সমিতির হাটবাজার বর্জন কর্মসূচির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ওই কর্মসূচি বয়কট করার আহ্বান জানান পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাব্বির আহম্মদ, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খান ও সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।