গাসিক নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১৬৪ জনের মনোনয়নপত্র জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বুধবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ১৮ জনসহ মোট ৪৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর মধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৪২ জন ও সাধারণ ওয়ার্ডে ১২১ জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেন। মেয়র পদে জাসদ মনোনীত প্রার্থী রাশেদুল হাসান রানা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মণ্ডল জানান, বিকেল পর্যন্ত মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৭ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের মো. জালাল উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ, আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৫-১৬ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল। পর দিন ২৪ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ১৫ মে ভোটগ্রহণ করা হবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।