গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১২ পিএম, ২০ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের মীরের বাজার (চামুড্ডা) এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মুখর উদ্দিন (৪৫) শরীতপুরের নড়িয়া থানার জিনারা এলাকার আইজুদ্দিনের ছেলে।

জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ মো. সফিক এবং জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই বাসের চালক ও সহকারী ছাড়া যাত্রী ছিল না। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন। এ ঘটনায় ট্রাকের চালক নিহত এবং অন্তত ৪ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।