আশুগঞ্জে পরীক্ষার আগেই প্রশ্নপত্র সরবরাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ইসলামের ইতিহাস বিষয়ের প্রথমপত্রের পরীক্ষার দিনে দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার আশুগঞ্জ সারকারখানা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অবশ্য পরীক্ষার্থীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানালে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর নতুন করে প্রথমপত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও পুরো উপজেলায় এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

পরীক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল ইসলামের ইতিহাস বিষয়ের দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল প্রথমপত্রের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর সারকারখানা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদেরকে প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

পরীক্ষার্থীরা বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালে দ্বিতীয়পত্রের প্রশ্নগুলো তুলে নিয়ে আধা ঘণ্টা পর তাদের প্রথমপত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। তবে ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য দ্বিতীয়পত্রের চারটি প্রশ্ন উধাও হয়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণ করার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। একই কথা বলেছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা।

এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, প্রশ্নপত্র খোয়া ও অন্যান্য বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।