পরীক্ষার আগে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ইসলামের ইতিহাস বিষয়ের প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ কামালকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : আশুগঞ্জে পরীক্ষার আগেই প্রশ্নপত্র সরবরাহ

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার আশুগঞ্জ সারকারখানা কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলির অভিযোগ উঠে। তবে বিলি করা প্রশ্নগুলোর মধ্যে কয়েকটি প্রশ্ন উধাও হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়। আগামীকাল শনিবার দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজিজুল সঞ্চয়/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।