ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৮

একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঝালকাঠির নলছিটি থানার পুলিশ। হামলায় দুই পুলিশসহ চারজন আহত হন। এসময় ঘটনাস্থল থেকে রামদা ও টেটাসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জোয়ার আওড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জোয়ার আওড়াবুনিয়া গ্রামের আল আমিনের একটি ঘেরে সকালে সেচ পাম্প মেশিন লাগিয়ে মাছ ধরছিল মোতালেব কেরানী, মানির, সাইফুল ও রনিসহ স্থানীয় প্রতিপক্ষরা। এ ঘটনায় আল আমিন নলছিটি থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে থানার ওসি মো. শাখাওয়াত হোসেনের নির্দেশে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশ্রাফ ও কনস্টেবল আবদুল হাই ঘটনাস্থলে যান। পুলিশ দুই পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সময় মোতালেব কেরানীর নেতৃত্বে ১৫-২০ জন যুবক অভিযোগকারী আল আমিনের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পরে পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা আল আমিন, তার সঙ্গে থাকা দেলোয়ারকে পিটিয়ে আহত করে। এতে বাধা দিলে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশ্রাফ ও কনস্টেবল আবদুল হাইকেও মারধর করেন তারা। খবর পেয়ে নলছিটি থানা থেকে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রামদা ও টেটাসহ বেশকিছু দেশিয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশ্রাফ বলেন, উভয় পক্ষকে ডেকে কথা বলা শুরু করলেই হামলার ঘটনা ঘটে। আমাদের ওপরও হামলা হয়েছে।

নলছিটি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এটা দুই পক্ষের পারিবারিক সমস্যা। আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। দুই পক্ষের হাতাহাতি হয়েছে, পুলিশ এটা থামিয়ে দিয়েছে।

মো. আতিকুর রহমান/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।