বেড়াতে এসে ট্রাকচাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৭ মে ২০১৮

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় শাহজাহান (৪২) নামের এক অটোরিকশা আরোহী নিহত হয়েছে। এসময় তার স্ত্রী ঝুমুনা বেগম (৩৫) গুরুতর আহত হন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীরহাটের হাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান চাঁদপুর জেলার মতলব উপজেলার শমশের আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা স্বামী-স্ত্রী মজুচৌধুরীরহাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর আসার সময় পথে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক শাহজাহানকে নোয়াখালী হাসপাতালে স্থানান্তর করেন। নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। আহত স্ত্রী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।