বরিশালে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:১০ পিএম, ১২ মে ২০১৮

বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ডাকাতি মামলার আসামি রাশেদ হাওলাদারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাশেদ হাওলাদার বিমানবন্দর থানার আওতাধীন ছাতিয়া এলাকার মো. মকবুল হাওলাদারের ছেলে।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান।

তিনি বলেন, রাশেদ হাওলাদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় সে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার গোপন সংবাদে তার অবস্থানের বিষয় নিশ্চত হয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিকের নেতৃত্বে কাউনিয়ার শহীদ আব্দুর সেরনিয়াবাত কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় রাশেদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকাররোক্তি অনুযায়ী ছাতিয়া এলাকার তার বাড়ি থেকে একটি বিদেশি অটোমেটিক পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

সাইফ আমীন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।