সুরাইয়ার খরচ বহন করবে ফরিদপুরের জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১২ মে ২০১৮

ফরিদপুরের চরভদ্রাসনের দরিদ্র মেধাবী ছাত্রী সুরাইয়ার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সুরাইয়া ইসলামের একাদশ শ্রেণিতে বিনামূল্যে ভর্তি, বই পুস্তক প্রদান, খণ্ডকালীন অনুদান ও মাসিক বৃত্তির ব্যবস্থা করেছেন তিনি।

এ বছর এসএসসি পরীক্ষায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার পরও দারিদ্র্যের কষাঘাতে সুরাইয়া ইসলাম লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন।

এনিয়ে গত বুধবার ‘জাগোনিউজ ২৪.কম’ এ ‘সুরাইয়ার হতাশা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী ছাত্রীর পাশে এসে দাঁড়ান।

এদিকে জেলা প্রশাসক দরিদ্র সুরাইয়ার পড়াশোনার দায়িত্ব নেয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরাইয়ার বাবা ইছাহাক খান। প্রতিক্রিয়া জানিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, মমতাময়ী জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া মেয়ের পড়াশোনার খরচ বহন নিজ হাতে না নিলে আমার পক্ষে সম্ভব হতো না মেয়েটিকে পড়ানোর।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, ‘জাগোনিউজ ২৪.কমসহ বিভিন্ন গণমাধ্যমে সুরাইয়ার কথা জানতে পারি। একটি মেধাবী মেয়ে শুধুমাত্র অর্থের অভাবে তার মেধাকে বিকশিত করতে পারবে না এটা মেনে নেয়া যায় না। আমি তাৎক্ষণিকভাবেই উপজেলা নির্বাহী অফিসারকে সুরাইয়ার পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য নির্দেশ দেই। তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ফরিদপুর জেলা প্রশাসন সব সময় থাকবে।

চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল বলেন, শুধুমাত্র আর্থিক বা শিক্ষা ক্ষেত্রে সহায়তা নয়, সুরাইয়ার পাঠদানের ব্যাপারেও বিশেষ নজর দেয়া হবে। তিনি বলেন, কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে বিশেষ নজর রাখা হয়।

প্রসঙ্গত, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় সুরাইয়া ইসলাম এ প্লাস পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।